বছরের একেবারে শেষ লগ্ন এসে উপস্থিত। শীতের আমেজ গায়ে মেখে ছুটি কাটানোর সেরা সময় হল এই ডিসেম্বর। আর ডিসেম্বর মানেই পিকনিক-খাওয়াদাওয়া ও আড্ডা। শহরের কোলাহলের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে শীতে পিকনিকে চলে আসুন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধামজা ফরেস্টে।
প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে, নিজেকে সতেজ রাখতে এক দিনের ছুটিতে পিকনিক করতে চলে আসুন এই ধামজা ফরেস্টে।ভ্রমণ পিপাসু মানুষ যারা নিরিবিলি জঙ্গল পছন্দ করেন, তাদের জন্য ধামজা ফরেস্ট এক আদর্শ জায়গা। শহুরে কোলাহল জীবন থেকে এই শান্ত পরিবেশ যেন অন্য এক অনুভূতি দেয়।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বালুরঘাট রাজ্য সড়কের পাশে অবস্থিত এই ধামজা ফরেস্ট। এই ধামজা ফরেস্টের দু-পাশে সবুজ বনের মাঝে রয়েছে পিচ বাঁধানো রাস্তা, দুপাশে সারি সারি ঘন জঙ্গল। এছাড়াও এখানে রয়েছে শাল, সেগুন, মহুয়া-সহ একাধিক গাছ। গাছপালার ঠান্ডা বাতাস গায়ে মেখে সারাদিন ঘুরে বেড়ান প্রকৃতির কোলে।