ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত দৌলতপুর এলাকায়।
জানা গিয়েছে বৃস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বালুরঘাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেই ট্রেনটি যাওয়ার সময় বুনিয়াদপুর রেল স্টেশন পার করে দৌলতপুর সংলগ্ন এলাকায় ৩৩/২ নম্বর পিলারের পাশে রেল লাইনের উপর একটি মেয়েকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় সেই মেয়েটির বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বুনিয়াদপুর ঢোকার পথে দৌলতপুর ৩৩/২ নাম্বার পিলারের পাশে সেই মেয়েটির দেহ রেললাইনে পড়ে থাকতে দেখলে সেখানেই দাড়িয়ে পড়ে ট্রেইন। প্রায় ২৫ মিনিট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সেখানে দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আছে রেল পুলিশ। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেন। এখনো পর্যন্ত সেই মেয়ের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এই বিষয়ে দুই স্থানীয় বাসিন্দা সাত্তার মীয়া ও আনারুল হোসেন জানিয়েছেন আমরা খবর পেলাম একটা মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। একটার দিকে একটু ট্রেন গজলের দিকে যাওয়ার সময় একটি ট্রেন এর ধাক্কায় মেয়েটি মারা গিয়েছে।