বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলোকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হচ্ছে! অভিযোগ তুলে বিডিওর নিকট ডেপুটেশন।
বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলোকে উন্নয়নের থেকে বঞ্চিত রাখা হচ্ছে এই অভিযোগ সহ মোট ১১ দফা দাবি নিয়ে তুফানগঞ্জ ১ বিডিওর নিকট ডেপুটেশন প্রদান বিজেপির। বৃহস্পতিবার তুফানগঞ্জ ১ বিডিওর নিকট বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল কান্তি বসাক ও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সহ-সভাপতি উৎপল দাস উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা সহ-পর্যবেক্ষ সুকুমার সাহা,উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য আলী হোসেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই বিষয়ে তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল কান্তি বসাক বলেন বিজেপি পরিচালিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলো রয়েছে সে গ্রাম পঞ্চায়েত গুলোকে বাদ দিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলোতে উন্নয়ন করা হচ্ছে, এবং পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত কাজ হচ্ছে সমস্তটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এই সমস্ত দাবি সহ মোট ১১ দফা দাবি নিয়ে আজ বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

















