আলিপুরদুয়ার। অষ্টম শ্রেনীর মেয়ের সাক্ষিতে ‘মা’ এর খুনের ঘটনায় বাবার যাবজ্জীবন সাজা ঘোষনা আলিপুরদুয়ার আদালতের
মঙ্গলবার বিকেলে বীরপাড়া এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে
পেশায় রাজমিস্ত্রি বছর ৪৭ এর প্রেমা লোপচান কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার আদালত। জানাগেছে ২০১৮ সালের ৩১ মে দলগাঁও বীরপাড়া থানার অন্তর্গত বড়হুদা এলাকায় পারিবারিক জেরে নিজের বাড়িতে কলে কাজ করার সময় নিজের মেয়ের সামনেই বছর ৪০ এর স্ত্রী তাসা মায়া ঘিসিং-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত প্রেমা লোপচান। এরপরেই সে ঘটনা স্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়। সেই ঘটনায় ওইদিনই দলগাঁও বীরপাড়া থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করে মৃত তাসা মায়া ঘিসিং এর বাবা কায়লা ঘিসিং। ঘটনার প্রায় ৭ দিন পর অভিযুক্তকে গ্রামের পাশের এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার পরের দিন অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি-র ৩০২ ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে দলগাঁও বীরপাড়া থানার পুলিশ কর্মীরা। সেই সময় থেকেই অভিযুক্ত প্রেমা লোক চান আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারে বন্দী। এদিন অভিযুক্ত প্রেমা লোপচানের মেয়ে সহ মোট ১২ জনের সাক্ষীতে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালতের ডিস্ট্রিক্ট সেশন কোর্টের বিচারক পাপিয়া দাস।