থেকে রাজ্যের জাতীয় পশুকে দত্তক নিলেন স্বস্ত্রীক কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য

0
434

প্রথমবার কোচবিহার রসিকবিল মিনি জু – থেকে রাজ্যের জাতীয় পশুকে দত্তক নিলেন স্বস্ত্রীক কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য । প্রায় দু বছর থেকে কোচবিহার তুফানগঞ্জ দুই ব্লকে অবস্থিত রসিকবিল মিনি জু থাকা ফিশিং ক্যাটকে এক বছরের জন্য দত্তক নিয়েছেন। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও তার স্ত্রী রোশনি দাস ভট্টাচার্য হাতে দত্তকের চুক্তিপত্র তুলে দেওয়া হয়। চুক্তিপত্র তুলে দেন কোচবিহার বন বিভাগের DFO এঞ্জেল পি ভুটিয়া। তবে এই ধরনের উদ্যোগে অন্যান্যরাও অনুপ্রাণিত হবে বলেই দাবি বনদপ্তরের ।
কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, মিনি জু তে পশু পাখিগুলো রয়েছে তার মধ্যে সরকারের পক্ষ থেকে কিছু পশু কে দত্তক নেওয়ার নিয়ম রয়েছে । যে কেউ মাসিক অথবা বার্ষিক টাকা দিয়ে সেটা দত্তক নিতে পারে। সেই নিয়মের মধ্যে আমিও আমার স্ত্রী আজ রসিকবিল মিনি জু থেকে ফিশিং ক্যাট দত্তক নিলাম। এক বছরের জন্য এটিকে দত্তক নিয়েছি । তিনি বলেন এর আগেও আলিপুর চিড়িয়াখানা ও বর্ধমান রমনা বাগান মিনি জুতে পশু দত্তক নিয়েছি। বন্যপ্রাণকে ভালোবাসি ও তাদের জন্য কাজ করতে ভালোবাসি সেই কারণেই দত্তক নেবা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here