বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিন পালন করা হলো

0
208

গঙ্গারামপুর শহরের ৬নম্বর ওয়ার্ডের হাইরোড এলাকায় বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে দিনটি পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে,উপস্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আরো অনেকেই-প্রভাত ফেরি,পতাকা উত্তোলন,বস্ত্রদান সহ সংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় গঙ্গারামপুর ৩ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪ জন্মদিন পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৬নম্বর ওয়ার্ডের হাইরোড এলাকায় বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে দিনটি পালন করা হয়।প্রভাত ফেরী বস্ত্রদান, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। সেখানে পৌরসভার চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, গঙ্গারামপুর থানা টাউন অফিসার,মার্কেটের সম্পাদক , সভাপতি সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন গঙ্গারামপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাইরোড অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রতিবছরের মত এবছরও বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪তম জন্মদিন পালন করা হলো। সকালে মার্কেটের বিভিন্ন সদস্যরা মার্কেটের সামনে থেকে এক প্রভাত ফেরীর আয়োজন করে। যে প্রভাত ফেরীটি শহরে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এসে আবার মার্কেটের সামনে শেষ হয়। জাতীয় পতাকা ও মার্কেটের পতাকা উত্তোলন করা হয়। দুপুরে মার্কেট কমিটির তরফে দুস্থদের মধ্যে বস্ত্রদান করা হয়।সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুর থানার টাউন অফিসার এসআই বিশ্বজিৎ বর্মন, মার্কেটের সম্পাদক অরিন্দম ঘোষ, মার্কেটের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ, সদস্য বরুন দাস, বরুণ সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কেট কমিটি এই দিনটি পালন করেছে।মার্কেটের এমন উদ্যোগ প্রশংসনীয়। বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অরিন্দম ঘোষ ও এক অন্যতম সদস্য প্রদীপ দাস জানিয়েছেন, প্রতিবছরের মত এবছরও দিনটি পালন করা হলো।প্রভাত ফেরী পতাকা উত্তোলন বসানো আয়োজন করা হয়েছে।যা আগামী দিনেও করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here