আলিপুরদুয়ার বিরকিটি নদীতে মাছ মরে ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় । জানা গিয়েছে রবিবার দুপুরে স্থানীয়রা মরা মাছ ভেসে উঠতে দেখে বিরকিটি নদীতে। খবর ছড়িয়ে পড়তেই নদীতে মাছ ধরার ভিড় জমে যায়। স্থানীয় দের অনুমান বিষক্রিয়ার ফলেই মাছ মরে ভেসে উঠেছে।খবর পৌঁছে যায় ফালাকাটা ব্লক প্রশাসনের কাছে।তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন ফালাকাটার বিডিও অনিক রায়।সেখানে পৌঁছায় জটেশ্বরে ফাঁড়ির পুলিশ কর্তারা।প্রশাসনের তরফে ভেসে উঠা মরা মাছ খেতে নিষেধ করা হয়।
বিডিও অনিক রায় জানান, ঘটনার খবর পেয়ে এলাকায় যাই ।গিয়ে দেখি নদীর মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের সেই মাছ খেতে বারন করা হয়েছে। পাশাপাশি মৃত মাছ এবং নদীর জল সংগ্রহ করা হয়েছে।।সেগুলি ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর জানা যাবে মাছ মরার প্রকৃত কারন। ঘটনার নিন্দায় সরব স্থানীয় পরিবেশ প্রেমী থেকে সচেতন নাগরিক সমাজ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বিরকিটি নদীতে মাছ মরে ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের...