তপন হাসপাতালে রক্তদান শিবির

0
237

তপন হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করল তপন ব্লক স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ দপ্তরের স্বাস্থ্য কর্মীবৃন্দ।
শনিবার বেলা ১১ টা নাগাদ শিবিরের উদ্বোধন করা হয় তপন হাসপাতালে।
যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ দাস, তপন ব্লকের BDO অভিজিৎ রায়, BMOH ডঃ অঙ্কুর দাস কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনরা। জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন। যেখানে নারী ও পুরুষ মিলিয়ে সর্বমোট ৩৮ জন রক্তদাতা রক্তদান করেন।
এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টজনরা।
এদিনের এই রক্তদান শিবিরের মাধ্যমে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কিছুটা মিটবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here