আবাস যোজনার টাকা দেওয়া সহ একাধিক দাবি নিয়ে অমিত শাহকে চিঠি পাঠালেন তৃণমূল যুব নেতৃত্বরা

0
182

আলিপুরদুয়ার। একদিকে কলকাতায় বিজেপির প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বুধবার একশো দিন, আবাস যোজনার টাকা দেওয়া সহ একাধিক দাবি নিয়ে অমিত শাহকে চিঠি পাঠালেন তৃণমূল যুব নেতৃত্বরা। এদিন কালচিনি , মাদারিহাট সহ বিভিন্ন এলাকায় পোস্ট অফিসে গৃহমন্ত্রীর উদ্দেশ্যে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পোস্ট অফিস থেকে গৃহমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠান। এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশাল গুরুঙ জানান সাধারণ মানুষের পরিশ্রমের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এই রাজ্যের মানুষদের তারা বঞ্চিত করছে। দ্রুত যাতে একশো দিন ও আবাস যোজনার টাকা দেওয়া হয় তা নিয়েই এদিন গৃহমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here