গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের পিডব্লিউটি পাড়া পুনর্ভবা শিবস্থান পুজো কমিটির তরফে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেব দীপাবলি উৎসব পালন করা হলো, ভক্তদের ভীড় হলো চোখে পড়ার মতো
গঙ্গারামপুর ২৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধাম সহকারে দেব দীপাবলি উৎসব পালন করা হলো। প্রদীপ উজ্জ্বলন, শিব, বজরংবলী দেবতাকে পূজা পাঠের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়া শিবস্থান পুজো কমিটির তরফে। কথিত আছে কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে স্বর্গের সমস্ত দেবতারা মতে এসে এই দিনটি পালন করেন। বিভিন্ন জায়গাতেই দিনটি পালন করা হয় মহা ধুমধাম সহকারে।সেই উপলক্ষে সংস্থার তরফের দিনটি পালন করা হলো। সেখানে উক্ত অনুষ্ঠানকে পালন করতে ভিড় হয়েছিল হয়েছিল ব্যাপক। গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিডব্লুডিপাড়া পুনর্ভবা শিবস্থান পুজো কমিটি তরফে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। সংস্থার সম্পাদক রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা বুনিয়াদপুর মহকুমা আদালতের আইনজীবী রঞ্জন পান্ডে (বুগলী), সভাপতি পদে রয়েছেন প্রণব চক্রবর্তী। এছাড়াও কমিটির একাধিক সদস্যরা রয়েছেন যারা সেখানে কমিটির সম্পাদক সভাপতির নির্দেশে সারা বছর ধরেই শিব পুজো, বজরংবলী পুজো থেকে শুরু করে শ্রাবণ মাসে সেখানে থাকা মন্দিরের শিবধামকে কেন্দ্রে করে বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে। রবিবার ছিল পূর্ণিমা তিথি। যা রাধা কৃষ্ণের রাস পূর্ণিমা হিসেবে অনেকেই বলে থাকে। কথিত আছে এই পূর্ণিমা তিথিতে স্বর্গের সমস্ত দেবতার এসে মত্তধামে এসে রাস লীলা প্রদর্শন করেন। সেই দিনটাকে সামনে রেখে গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে অবস্থিত পিডাবলুডি পাড়া পুনর্ভবা শিবস্থান পুজো কমিটির তরফে বিভিন্ন ধরনের আলো বাতি জ্বালিয়ে সংস্থার সম্পাদক তথা গঙ্গারামপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে (বুগলী), সংস্থার সভাপতি প্রণব চক্রবর্তী সহ বহু সদস্যরা মিলে এই দিনটি সেখানে পালন করেন। যেন আলোক রোশনিতে ভরে গিয়েছে উক্ত মন্দিরটি। এবিষয়ে ৭নম্বর ওয়ার্ডের পি ডাবলুডি পাড়া পুনর্ভবা শিবস্থান পুজো কমিটি সম্পাদক তথা গঙ্গারামপুর মহকুম মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে( বুগলী)জানিয়েছেন, দেব দীপাবলীর সব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে পালন করা হলো। এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে তাই আমরা এই দিনটিকে পালন করলাম। সংস্থার সভাপতি প্রণব চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করলাম। যা সকলকে নিয়েই দিনটি পালন করা হল। সর্বশক্তিমান ঈশ্বর যেন সকলকে ভালো রাখে সেই কামনাই জানাই । এদিনের অনুষ্ঠানে ভক্তদের ভিড় হয়েছিল ব্যাপক।