স্ত্রীর আপত্তিকর ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেইল করছে স্বামী

0
428

স্ত্রীর আপত্তিকর ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেইল করছে স্বামী।প্রায় সাত মাস আগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগে থানা চত্ত্বরেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা ওই গৃহবধুর। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের দফতরের উত্তর দিনাজপুরের জেলা সদরের কর্নজোড়ায় এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগকারী ওই গৃহবধুর বাড়ি ডালখোলা লাগোয়া বিহারে। অভিযুক্ত স্বামীর বাড়ি করনদিঘি থানা এলাকায়। অভিযোগ বছর খানেক আগে ওই গৃহবধুর বিয়ে হয়। তার স্বামীর অন্য মেয়েদের সাথে সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাকে শারিরীক, মানষিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। স্ত্রী প্রতিবাদ করা বন্ধ না করায় তার আপত্তিকর ছবি তার স্বামী সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ।এদিকে অভিযুক্ত স্বামী ও তার আইনজীবীর সাথে বসে বিষয় নিয়ে আলোচোনার জন্য তাকে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় ডাকা হয় গৃহবধুর ও তার মায়ের দাবী। কিন্তু পরে এদিনও থানার পুলিশ কর্মীরা তার সাথে খারাপ ব্যবহার করে তাকে ঘুড়িয়ে দেয় বলে অভিযোগ। এক প্রকার নিরুপায় হয়েই ওই গৃহবধু নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবী৷এদিকে খবর চাউড় হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় হাজির হন। ওই গৃহবধুর সাথে কথা বলার পর রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার অবশ্য পুলিশ প্রশাসন ওই গৃহবধূর পাশে আছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here