কোচবিহার:- ছট পুজোর ঘাট পরিদর্শন গেলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।এদিন কোচবিহার তোর্সা নদী ফাঁসির ঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ছট পূজার পুনার্থিরা যেনো কোনরকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে । প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম বন্দোবস্ত থাকবে দুপুর থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে এর পাশাপাশি বাঁশের যে সাঁকো রয়েছে সেখানেও আমাদের প্রশাসনের পক্ষ থেকে ভলেন্টিয়ার এবং পুলিশ থাকবে যাতে কোন রকম দুর্ঘটনা সম্মুখীন না হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ছট পুজোর ঘাট পরিদর্শন গেলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য






















