ছট পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক

0
297

ছট পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক :-

আলিপুরদুয়ার:আসন্ন ছট পুজো কে নিয়ে প্রশাসনিক তাৎপরতা আলিপুরদুয়ারে। শুক্রবার পুলিশ , পৌরসভা সহ বনদফতরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মহকুমাশাসক বিপ্লব সরকার।প্রশাসন সূত্রের পাওয়া খবর অনুযায়ী নির্বিঘ্নে ছট পুজো সম্পন্ন করার লক্ষ্যে, জেলার প্রতিটি ছট পুজোর ঘাটে বেশ কিছু ব্যবস্থা রাখবে জেলা প্রশাসন। প্রতি ঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী থেকে শুরু করে উপস্থিত থাকবে পুলিশ কর্মীরা ।এছাড়াও পৌরসভার অন্তর্গত ঘাটে রাখা হবে নৌক,নদীর ঘাটে বেশ কিছুটা জায়গা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে।পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ প্রচুর সেচ্ছাসেবক রাখা হবে। আর বক্সার জঙ্গল লাগোয়া এলাকার ঘাট গুলিতে নির্বিঘ্নে ছট পুজো সম্পন্ন করতে বন দফতর কে সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। কারণ এই ধান পাকার মরসুমে প্রায় প্রতিদিনই হাতি বেড় হচ্ছে বিভিন্ন এলাকায়। বন কর্মীরা তৎপর থাকলে হাতি বেড় হলেও যাতে দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। এদিন বিভিন্ন ঘাট গুলো পরিদর্শন করেন মহকুমাশাসক বিপ্লব সরকার।জানাগিয়েছে আলিপুরদুয়ার শহরের কালজানি, ডিমা, রায়ডাক নদীর ঘাট গুলোতে ছট পূজোর জন্য দারুণ ভাবে ভীড় হয় দর্শনার্থীদের। জেলা প্রশাসনের গৃহীত ব্যবস্থাপনায় খুশি পুজো উদ্যোক্তারা। এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন ” আজকে পুলিশ প্রশাসন,পৌরসভা,বনদফতর সহ ঘাট কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয়েছে।ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন সমস্ত ব্যবস্থা করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here