অধিকার বুঝে নিতে ইনসাফ যাত্রায় গঙ্গারামপুর শহরে বিরাট মিছিল বের করল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতৃত্বরা

0
185

অধিকার বুঝে নিতে ইনসাফ যাত্রায় গঙ্গারামপুর শহরে বিরাট মিছিল বের করল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতৃত্বরা, করা হলো পথসভাও

গঙ্গারামপুর ১১ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।যৌবনের ডাকে, জনগনের ব্রিগেড।অধিকার বুঝে নিতে ইনসাফ যাত্রায় সামিল হলো কয়েক হাজার সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে ইনসাফ যাত্রাকে সামনে রেখেই বিরাট মিছিলে পা মেলান কয়েক হাজার সিপিআইএমের যুব সংগঠন ডিওআইএফআইয়ের সমর্থকেরা।রাতে গঙ্গারামপুর শহরের চৌপথি এলাকায় এক পথসভার আয়োজন করা হয়।সেখানে একাধিক ডি ওয়াই এফাই এর নেতৃত্ব সহ দলের কর্মীরা উপস্থিত ছিলেন। অধিকার বুঝে নিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর তরফে গত ৩নভেম্বর কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত সারা রাজ্যে ডিওয়াইএফআইয়ের ব্যানারে ইনসাফ যাত্রা কর্মসূচি শুরু করা হয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেতৃত্বদের তরফে।যা বৃহস্পতিবার বুনিয়াদপুর হয়ে রাতে গঙ্গারামপুর শহরে সেই যাত্রা এসে পৌঁছায় চৌপথিতে। মিছিলে পা মেলান সিপিএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক,জেলা নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পরে মিছিল শেষ করে গঙ্গারামপুর হাইরোডে পথসভার আয়োজন করা হয় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের তরফে। সেখানে উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। এবিষয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী জানিয়েছেন, রাজ্যের শাসকদল ও কেন্দ্রের শাসক দল যে সমস্ত কাজগুলো করছে তাতে গরিব মানুষজনদের চরম বিপদে ফেলে দিচ্ছে।তাদের অধিকারের দাবি নিয়ে আমাদের এই ইনসাফ যাত্রার আয়োজন করা সারা রাজ্য জুড়ে। আগামী ৭জানুয়ারি ব্রিগেড ডাক দেওয়া হয়েছে। এদিনের সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্যানারে দলীয় কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here