গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ঠিকাদার ও গ্রামবাসীরা, অস্বীকার তৃণমূল প্রধাণের,শোরগোল জেলাজুড়ে
গঙ্গারামপুর ৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।পঞ্চায়েতে টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ঠিকাদার ও এলাকাবাসীরা।দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েত ঘটনার ঘটনা।বিষয়টি নিয়ে লিখিত দায়ের করেছেন পঞ্চায়েত প্রধানের কাছে ঠিকাদার ও এলাকাবাসীরা।যদিও অনিয়মের অভিযোগের কথা প্রধান অস্বীকার করেছে।তৃণমূল পরিচালিত সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে গঙ্গারামপুর সহ জেলা জুড়ে। বেশ কিছু দিন আগেই গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি কাজের জন্য অনলাইনে টেন্ডার ডাকা হয়। যে কাজে বরাদ্দ পাবার জন্য এলাকাবাসী ও ঠিকাদারেরা অংশগ্রহণ করে।যার নম্বর ৪০৪,৪০৫,৪০৬,৪০৭,তারিখ রয়েছে ১৩-১০-২০২৩। পঞ্চায়েতে টেন্ডারের নিয়ম অনুযায়ী অনলাইনে ই-টেন্ডারের ক্ষেত্রে বাংলা ইংলিশ ও হিন্দি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও এই পঞ্চায়েত সেটা করেনি বলে অভিযোগ ঠিকাদারদের। যা গোপনে প্রধান ও তার অফিসারেরা টেন্ডার করতে চেয়েছিল বলেই অভিযোগ তাদের।গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ৬/১১-২৩ থেকে ৮/ ১১/ ২০২৩ পর্যন্ত প্রশাসনিক ট্রেনিং থাকায় সোমবার ছিল উক্ত টেন্ডার গুলি খোলার দিন। অভিযোগ উঠেছে শুধুমাত্র নির্মাণ সহায়ক অফিসে না আসায় অজুহাতে টেন্ডার খোলোর দিন ৬/ ১১/ ২০২৩ তারিখে থাকলেও তৃণমূলের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের কিছু কর্মীরা মিলে কোন নিয়মের তোয়াক্কা না করেই ২২ /১১ /২০২৩ তারিখে দুটায় সেই টেন্ডার খোলা হবে বলে জানানো হয়। ঘটনা জানাজানি হতেই কাজের আবেদন করা সুকদেবপুর এলাকার বহু ঠিকাদার ও এলাকাবাসীরা প্রধানের এমন অনিয়মের কাজে বিক্ষোভ দেখাতে থাকে পঞ্চায়েতে গিয়ে।পঞ্চায়েতে ই -টেন্ডারে অংশগ্রহণকারী সুকদেবপুর এলাকার বাসিন্দা ঠিকাদার রঘু মুরমু প্রধানের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জানতে এসেছিলাম নিয়ম মেনে পঞ্চায়েতে টেন্ডার ডাকা হলেও সে টেন্ডার কেন ওপেন করা হচ্ছে না। সম্পূর্ণ অনিয়ম করে চলছে এই প্রধান। পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগ জানিয়েছি প্রধানকে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবো । যদিও অসুবিধার কারণেই টেন্ডারের ওপেন করার সময় পরিবর্তন করা হয়েছে বলে সাফাই দিয়েছেন শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান।কোন সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ,টেন্ডার ওপেন এর সময় যে পরিবর্তন করা হয়েছে সেটা কোন কাগজে বিজ্ঞাপন দিয়ে সময় পরিবর্তন করা হয়েছে সেটা জানতে চাওয়া হলে তৃণমূলের প্রধান কোনো সঠিক জবাব দেননি। তৃণমূলের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনু সরকার অবশ্য বলেন নিয়ম মেনে সবকিছু করা হয়েছে। সবে তৃণমূলের প্রধানের চেয়ারে বসার পরেই টেন্ডার নিয়ে এমন অনিয়মের অভিযোগ উঠায় রীতিমতো গঙ্গারামপুর সহ জেলা জোড়ে শোরগোল পরেছে ।