খুঁটি পূজার মধ্য দিয়ে প্রথম বর্ষের শ্যামা পূজার সূচনা হল কালিয়াগঞ্জের শিবালয় সংঘের।মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হয়। বিদ্যালয়ের মাঠে যেসব ছেলেরা খেলা ধূলা সাথে যুক্ত থাকে সেই সব ছেলেরা একত্রিত হয়ে এই শ্যাপা পূজার সিদ্ধান্ত গ্রহণ করে।এবছর তাদের বেশি বড় মাপের পূজা না করলেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজার আয়োজন করা হবে।এদিন তাদের প্রথম বর্ষের শ্যামা পূজার সূচনা হল খুঁটি মধ্য দিয়ে।এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন পূজা কমেটির যুগ্ম সম্পাদক রাহুল সিংহ রায় ও প্রীতম সাতরা, সভাপতি দীপঙ্কর ঘোষ সহ পূজা কমেটির অন্যান্য সদস্যরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর খুঁটি পূজার মধ্য দিয়ে প্রথম বর্ষের শ্যামা পূজার সূচনা হল কালিয়াগঞ্জের শিবালয়...