আলিপুরদুয়ার: সাউথ রায়ডাক রেঞ্জের নারারথলি বিলে একটি মাকনা হাতিকে বসে থাকতে দেখেন বনকর্মীরা।সেটি অনেকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না।গতকাল বনকর্মীরা টহলের সময় বিষয়টি দেখে খবর পাঠান রেঞ্জ অফিসে।এরপরই রেঞ্জ অফিস থেকে ওই হাতিটির চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিকেল টিম।এই মেডিকেল টিমের প্রধান চিকিৎসক ডাঃ লিটন পাল।তারা এলাকায় পৌছে দেখতে পান হাতিটির হাঁটুতে সমস্যা রয়েছে।এরপর ট্রাঙ্কুলাইজ করা হয় হাতিটিকে।এরপর চিকিৎসা শুরু হয় হাতিটির।কুনকি হাতি চন্দন অনেক সহায়তা করেছে হাতিটির চিকিৎসায়।হাতিটির ঞ্জান ফিরতে তাকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।কিন্তু হাতিটির গতিবিধিতে লক্ষ্য রাখা হবে বলে বন দফতরের তরফে জানা গিয়েছে।
Home বাংলা উত্তর বাংলা সাউথ রায়ডাক রেঞ্জের নারারথলি বিলে একটি মাকনা হাতিকে বসে থাকতে দেখেন বনকর্মীরা।