তপন ব্লকের নয়াবাজার অগ্রগামী ক্লাবের কালীপুজো খুঁটি পূজার মধ্যে প্যান্ডেল তৈরির কাজের সূচনা হলো, সেরা পুজো উপহার দেবে তারা দাবি ক্লাব কর্তৃপক্ষের
গঙ্গারামপুর ২ নভেম্বর দক্ষিণ দিনাজপুর : খুঁটি পুজোর মধ্যদিয়ে কালীপুজো প্যান্ডল তৈরির কাজ শুরু হল। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নয়াবাজার অগ্রগামী ক্লাব কালীপুজোর প্যান্ডেলের সূচনা করা করেন ক্লাবের সম্পাদক সভাপতি সহ আরো অনেকেই। ক্লাব উদ্যোক্তাদের দাবি, তাদের কালীপুজোয় হবে এবার সেরা।
দক্ষিণ দিনাজপুর জেলা যে সমস্ত বিগ বাজেটের পূজা গুলি হয় তার মধ্যে উল্লেখযোগ্য কালী পূজা হয়ে থাকে তপন ব্লকের নয়াবাজার অগ্রগামী ক্লাবের কালীপুজো।তপনের বিগ বাজেটের কালীপুজো গুলির মধ্যে অন্যতম নয়াবাজার এলাকার অগ্রগামী ক্লাবের এই কালীপুজো। প্রতিবছর তাদের কালীপুজোয় কোন না কোন নতুন থিম তুলে ধরে থাকেন। এছাড়াও তারা প্রতিবছর ভিক্ষুকদের দিয়ে তাদের পুজো প্যান্ডেল উদ্ধোধন করে থাকেন। এবছর অগ্রগামী ক্লাবের কালী পুজো ২৩ বছরে পা দিয়েছে। ২৩ বছরে তাদের থিম সহজ পাঠ। এদিন খুঁটিপুজোর মধ্যে দিয়ে সেই কাজের সূচনা করা হল। প্রতিমাতেও থাকছে চমক। থাকছে প্যান্ডেল ও আলোকসজ্জাতোও থাকছে বিরাট চমক।
অগ্রগামী ক্লাবের সভাপতি জানিয়েছেন,খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের প্যান্ডেল তৈরির কাজের সূচনা হলো। সারা বছর আমরা মানুষজনদের পাশে থেকে কাজ করে যাই। এবছরেও পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানও । অগ্রগামী ক্লাবের কর্মকর্তা তাপস মন্ডল জানিয়েছেন, দশনার্থীদের নতুন নতুন থিম তুলে ধরে থাকি। এবছর আমাদের পুজোর থিম সহজ পাঠ। কারন বর্তমান প্রজন্ম সহজ পাঠ ভুলতে বসেছে। সেজন্য আমরা এই থিম তুলে ধরতে চলেছি। তাপস বাবু বলেন প্রতিবছর আমাদের ক্লাবের প্যান্ডলের ফিতে কেটে সূচনা করেন ভিক্ষুকরা। এবছরও আমরা ভিক্ষুকদের দিয়ে প্যান্ডেলের সূচনা করাব। সেই সঙ্গে ৩০০ জন দু:স্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেব।
এবছরের যে তাদের কালীপুজো জেলার মধ্যে উল্লেখযোগ্য পুজো হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।