কালীপুজোর আগে সবুজ বাজি মেলার উদ্ধোধন হল

0
225

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান উদ্যোগে নিউমার্কেটে কালীপুজোর আগে সবুজ বাজি মেলার উদ্ধোধন হল নিউমার্কেটে

গঙ্গারামপুর,২ নভেম্বর দক্ষিণ দিনাজপুর : কালীপুজোর আগে সবুজ বাজি মেলার উদ্ধোধন হল।ফিতে কেটে এমন পরিষেবার উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের শহরের নিউমার্কেটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে বাজি মেলার সূচনা হয়। অনুষ্টানে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর দমকল ওসি বিনয় বর্মন,গঙ্গারামপুর থানার এসআই বিশ্বজিৎ বর্মন,গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার সহ আরো অনেকেই। এতদিন গঙ্গারামপুর শহরের বড় বাজার সহ বিভিন্ন ভাবে বাজির দোকান গুলি বসত। কালীপুজোর সময় নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠত। বিভিন্ন জায়গায় বাজির দোকান গুলিতে আগুন লাগত। এবছর কালীপুজোয় শব্দ বাজি রুখতে এদিন শহরের নিউমার্কেট সবুজ বাজি মেলা চালু করা হল।মেলায় প্রায় ১২টি দোকান রয়েছে।নিউমার্কেট সবুজ বাজি মেলা চালু করা হওয়ায় সকলের চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন,এখানে এমন নিউমার্কেট সবুজ বাজি মেলা চালু হওয়ায় কালী পুজোর আগে সরকারি নিয়ম মেনেই এখান থেকেই ব্যবসায়ীরা বাজি ফটকা বিক্রি করবেন। ব্যবসায়ী সমিতির গঙ্গারামপুরে যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার জানিয়েছেন, পৌরসভার চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানাই। বাজি ব্যবসায়ী পুলকেশ সাহা জানিয়েছেন, এখানে এমন প্রকল্পের চালু হওয়ায় সাধুবাদ জানাই চেয়ারম্যানকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here