গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ২০ বেডের বানইউনিট বেড রুম চালু হলো

0
178

রাজ্যের মন্ত্রী ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের তৎপরতায় গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ২০ বেডের বানইউনিট বেড রুম চালু হলো, চিকিৎসায় সুবিধা হল জেলার মানুষজনদের, জানালেন বিশিষ্টজনেরা গঙ্গারামপুর ১৪ অক্টোবর দক্ষিণ দিনাজপুর।বহুদিন পরে রাজ্যের মন্ত্রী ও রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের তৎপরতায় চালু হলো গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে ২০বেডের বানইউনিট রুম।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে বানইউনিট বেড রুমের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারীক, গঙ্গারামপুরের মহকুমা শাসক,রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য, হাসপাতালের সুপার,সহকারী সুপারসহ বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পটি চালু হওয়ায় অনেক অর্থেই উপকৃত হবে জেলার মানুষেরা বলে উপস্থিত বিশিষ্টজনেরা জানিয়েছেন। গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লকের পাশাপাশি দুটি পৌরসভা, বালুঘাট মহকুমা তপন ,কুমারগঞ্জ সহ মালদা জেলার আশপাশের এলাকা থেকেও এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। বহুদিন আগেই মহকুমা হাসপাতালের পাশাপাশি গঙ্গারামপুরে কালদিঘিতে চালু হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালও। সেই হাসপাতালে সুপার ছিলেন বর্তমান জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারীক সুদীপ দাস।তার মাধ্যমে তৎকালীন একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে নিয়ে হাসপাতালে প্রচুর কাজ উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি বলে জানা গেছে।এখন তিনি দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক। তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সহযোগিতায় গঙ্গারামপুর মহাকুমার সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক উন্নয়নমূলক কাজ করা শুরু করেছেন।শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে বিল্ডিং ২০বেডের বান ইউনিট রুমের সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে।সেখানে মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারী সুদীপ দাস, গঙ্গারামপুরে মহকুমা শাসক পি প্রমথ, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কুমার দাস, হাসপাতালে সুপার বাবুসোনা সাহা,অতিরিক্ত সুপার নয়ন সরকার , চিকিৎসক অভিজিৎ ভৌমিক,সমাজসেবী শাব্দুল মিত্র, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্বোধনের পরে মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,সুপার স্পেশালিটি হাসপাতালে ২০ বেডের বান ইউনিট রুম চালু হওয়ায় রোগীদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। এখান থেকেই পরিষেবা পাবে তারা। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারী ডক্টর সুদীপ দাস জানিয়েছেন,এমন প্রকল্প চালু করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ও মন্ত্রীকে জানানো হয়েছিল। পরিষেবা চালু হওয়ায় অনেক অর্থেই রোগীরা প্রয়োজন উপকৃত হবেন বলে তিনি জানেন। গঙ্গারামপুরে মহকুমা শাসক পি প্রমথ জানিয়েছেন,সরকার চাইছে মানুষজনদের ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে।এমন প্রকল্পের মধ্যে দিয়ে অনেকেই উপকৃত হবে। গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে এমন পরিষেবা চালু হওয়ায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here