গঙ্গারামপুরে নাবালিকা এক ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী কিশোরীকে অপহরণ করার অভিযোগে অভিযুক্ত যুবকের মাকে গ্রেফতার করলো পুলিশ

0
450

গঙ্গারামপুরে নাবালিকা এক ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী কিশোরীকে অপহরণ করার অভিযোগে অভিযুক্ত যুবকের মাকে গ্রেফতার করলো পুলিশ,শোরগোল এলাকাজুড়ে
গঙ্গারামপুর ১২ অক্টোবর দক্ষিণ দিনাজপুর-নাবালিকা এক ষষ্টম শ্রেনীর স্কুল ছাত্রী কিশোরীকে অপহরন করার অভিযোগ পুলিশ অভিযুক্তকের মাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায়। এ বিষয়ে ওই নাবালিকা স্কুল ছাত্রীর মায়ের পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৪জনের নামে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবকের মা সাথী সুত্রধরকে তাঁর ৪নম্বর ওয়ার্ডের বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে থানায় নিয়ে আসে। এমন ঘটনায় গঙ্গারামপুর শহরজুড়ে শোরগোল পড়েছে।
গঙ্গারামপুর থানা সুত্রে যানা গিয়েছে যে,গঙ্গারামপুরের শহরের মধ্যে ষষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানার ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীৎ সুত্রধর নামে ওই যুবক সহ তাঁর পরিবারের লোকজন অপহরন করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় গঙ্গারামপুর পুরসভার ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত যুবক জীৎ সুত্রধর, তাঁর মা সাথী সুর, বাবা সুকুমার সুত্রধর, ছেলের জ্যাঠাতো কাকা আনন্দ সুখর, সহ বেশ কয়েকজন অভিযুক্তের পরিবারের লোকজনদের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।সুত্রে যানা গেছে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা ষষ্টম শ্রেণীর ছাত্রীকে অভিযুক্তরা অপহরণ করে প্রথমে গঙ্গারামপুর থানার ফুলাবাড়ি এলাকার উদয় গ্রাম পঞ্চায়েতের ধোপাদিঘীতে নাবালিকাকে অপহরন করে লুকিয়ে রেখেছিল হারাধন সুত্রধর তাঁর স্ত্রীর গীতা সুরের বাড়িতে।
লিখিত অভিযোগ পাবার পরে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক জীৎ সুরের মা সাথী সুত্রধরকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে থানায় নিয়ে আসে।
অপহরন হওয়া নাবালিকা ষষ্টম শ্রেণীর ছাত্রীর জামাইবাবু নাবালিকা মাসি নাবালিকার মায়েরা অভিযোগ করে জানিয়েছেন, আমরা আমাদের নাবালিকা মেয়েকে ফেরত চাই।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাই। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মা সাথী সুত্রধরকে গ্রেফতার করা হয়েছে। অপহরন হওয়া কিশোরীকে উদ্ধার করা সহ অভিযুক্ত যুকবকে খুব তারাতারি গ্রেফতার করা হবে।
এমন ঘটনায় গঙ্গারামপুর শহরজুড়ে শোরগোল পড়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here