তপনের নয়াবাজার ফটকপাড়ার পুনর্ভবা নদীর উপরে পাকা ফুটব্রিজ তৈরি করার দাবিতে আন্দোলনে এলাকাবাসীরা

0
338

তপনের নয়াবাজার ফটকপাড়ার পুনর্ভবা নদীর উপরে পাকা ফুটব্রিজ তৈরি করার দাবিতে আন্দোলনে এলাকাবাসীরা।কয়েকশো গ্রামবাসীরা পথ অবরোধ করার পাশাপাশি ব্লকের বিডিও অফিসের সমানে বিক্ষোভ দেখিয়ে বিডিওকে ডেপুটেশন দিল,সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস প্রধান ও বিডিওর

গঙ্গারামপুর ৪ অক্টেবর দক্ষিণ দিনাজপুর। পুনর্ভবা নদীর উপরে পাকা ফুটব্রিজ তৈরি করার দাবিতে আন্দোলনে এলাকাবাসীরা।কয়েকশো গ্রামবাসীরা পথ অবরোধ করার পাশাপাশি ব্লকের বিডিও অফিসের সমানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেন।দক্ষিণ দিনাজপুর জেলার তপনের নয়াবাজার ফটকপাড়ার বাসিন্দার বিভিন্ন সমস্যায় পরে পুনর্ভবা নদীর উপর ব্রিজের দাবিতে আন্দোলনে নামে।
বুধবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ তপনে পথ অবরোধ করার পাশাাপাশি বিডিও অফিসের সমানে বিক্ষোভ দেখায়।এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লকের বিডিও গ্রামবাসীদের সমস্যার বিষয়টি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরাপুকুর এবং গঙ্গারামপুরের নয়াবাজার ফটকপাড়া এলাকায় পুনর্ভবা নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরে নৌকার উপর ভরসা করতে হয় এলাকাবাসীদের। পার্শ্ববর্তী তপন এবং গঙ্গারামপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত প্রতিদিন ওই পথে। এদিকে সম্প্রতি নৌকাও ঠিকমতো মেলেনা বলে অভিযোগ। নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে একজনের দাবি এলাবাসীদের।বহুদিন ধরে নেতা মন্ত্রীরা ব্রিজ করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তব রূপ নেয়নি এখনও বলে অভিযোগ তাদের। তাই ক্ষোভে এদিন উত্তর তপনের বজরাপুকুর, নয়াবাজার, ফটকপাড়া, বাংলাপাড়া সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মহিলা সহ এলাকাবাসীরা বাসিন্দারা তপনে পথ অবরোধ করার পাশাপাশি এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।পরে বিডিওকে
তাদের দাবি যাতে অবিলম্বে ওই এলাকায় ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় তার দাবি করেন।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা রেখা রায় ,পপি ঘোষ,সুজয় পাল,বিশাখা ঘোষ,রনা পালেরা অভিযোগ করে বলেন,বহুদিন এই ধরনের অসুবিধে পড়েছি আমরা।সবাই আশ্বাস দিয়েছেন কাজের কাজ কিছুই হয়নি।তাই এমন আন্দোলনে নামা হয়েছে।বিডিও আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধান হবেই। আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ দাস জানিয়েছেন, গ্রামবাসীদের সমস্যা বিষয়টি শুনেই সেখানে আসা হয়েছে।প্রশাসনে দাবি রাখবো যেন সমস্যাটি দ্রুত মিটে যায়। তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, গ্রামবাসীদের দাবিপত্র পেয়েছি সমস্যা সমাধানের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। এখন দেখার এটাই প্রশাসনে হস্তক্ষেপে এলাকাবাসীদের এই সমস্যা কবে নাগাদ মিটে যায় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here