বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো পুলিশ দিবস

0
322

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো গঙ্গারামপুর থানা ট্রাফিক পুলিশ তপন বংশীহারী ও হরিরামপুর থানা পুলিশের তরফে পুলিশ দিবস, করা হলো একাধিক সমাজ সেবামূলক অনুষ্ঠান,সাধুবাদ জানিয়েছেন সকলেই গঙ্গারামপুর ১ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর : শুধু রেলি করা নয়। দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো সহ মোটর বাইক চালকদের হেলমেট পড়িয়ে পুলিশ দিবস পালন হল গঙ্গারামপুর ,তপন,বুনিয়াদপুর ও হরিরামপুরে।
পুলিশদের প্রতি সম্মান জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রতিবছর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন হয়ে আসছে। শুক্রবার ছিল পুলিশ দিবস। সেই মত এদিন গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নানান কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হল। বংশীহারী থানা ও হরিরামপুর থানা পুলিশের তরফে এই দিনটি পালন করা হয়।
শুক্রবার সকালে গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক বাইক রেলি বের করা হয়। রেলিটি থানা চত্বর থেকে বেরিয়ে শহরের হাইস্কুল,পাড়া বসাকপাড়া,ব্লকপাড়া,বাসস্ট্যান্ড ঘুরে চৌপথিতে এসে শেষ হয়। সেখানে হেলমেট বিহীন মোটর বাইক চালকদের গোলাপ ফুল ও লাড্ডু দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে হেলমেট পড়িয়ে দেওয়া হয়। শহর এবং আশপাশ এলাকায় অসুস্থ এবং অসহায় মানুষজনের বাড়িতে গিয়ে চাল,ডাল,তেল,নুন আলু,ডিম,সয়াবিন,মুড়ি,বিস্কুট,চিনি,সাবান সহ বিভিন্ন সামগ্রী পৌঁচ্ছে দেন পুলিশ কর্মীরা। দু:স্থদের মধ্যেও বস্ত্র বিলি করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,ট্রাফিক ওসি রনজিৎ দাস,এসআই সমীর কর্মকার,এএসআই তিলক চৌধুরী,প্রমুখ।
অপরদিকে তপন থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হয়। থানা চত্বর থেকে একটি সচেতনা মূলক রেলি বের করা হয়। রেলিটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের থানায় গিয়ে শেষ হয়। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তপন থানার আইসি গৌতম রায়। অন্যদিকে বংশীহারী থানা পুলিশের তরফে এই দিনটি পালন করা হয় বুনিয়াদপুর শহরে। সেখানে থানার আইসি মনজিত সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুস্থ মানুষজনদের মধ্যে বহু জিনিসপত্র বিলি করা হয় থানা পুলিশ প্রশাসনের তরফে। হরিরামপুর থানার উদ্যোগে পালন করা হলো পুলিশ দিবস । পুলিশ দিবস উপলক্ষে করা হয় বস্ত্র বিতরণ এবং হারিয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেন মোবাইল মালিকদের হাতে ।
উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার ,মেজবাবু শুভঙ্কর চক্রবর্তী, আরো থানার অন্যান্য অফিসারেরা ।
পুলিশ দিবসে এদিন আইসি অভিষেক তালুকদারের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকায় ৫০জনকে কাপড় তুলে দেন মতুয়া পুলিশ আধিকারিকান ভট্টাচার্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ অন্যান্য অফিসারেরা।
এদিন আইসি এই উদ্যোগ দেখে খুশি হন সকলে এবং চুরি হয়ে যাওয়া মোবাইল গুলো ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল মালিকেরা । চুরি হয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়াতে হরিরামপুর থানার আইসির প্রশংসা যেন সকলের মুখে মুখে বেশ কয়েকটি চুরি হয়ে যাওয়া মোবাইল বেশ কয়েকবারই অভিষেক তালুকদারের তত্ত্বাবধানে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়।
সাধারণ মানুষের কথা পুলিশ যে কাজ করে তার প্রমাণ কয়েক বার পাওয়া গেলো ধন্যবাদ হরিরামপুর আইসি অভিষেক তালুকদার সহ সকল পুলিশকে ।
শুধু তাই নয় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেক বিষয়ে ভালো পরামর্শ দেন সমাজ সেবী হিসেবে আমরা উনাকে দেখেছি এবং আগামীতেও পাশে পাবো ।
এমন কাজে আমরা খুব খুশি
পুলিশ দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here