গ‍্যাচুইটি , প্রোফিডেণ্ট ফাণ্ড প্রদানের দাবিতে রিলে অনশনে সামিল হল ডুয়ার্সের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকরা ।

0
280

আলিপুরদুয়ার:-গ‍্যাচুইটি , প্রোফিডেণ্ট ফাণ্ড প্রদানের দাবিতে রিলে অনশনে সামিল হল ডুয়ার্সের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকরা ।

বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকরা দীর্ঘ ১৬ বছর থেকে গ‍্যাচুইটি থেকে বঞ্চিত । ২০০৭ থেকে বাগান কতৃপক্ষ অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ‍্যাচুইটি থেকে বঞ্চিত করছে‌ । অবসরপ্রাপ্ত শ্রমিকরা জানান এই বিষয়ে বহুবার আবেদন করা হয়েছে কিন্ত কোনো সুরহা হয়নি। তাই অবশেষে বাধ‍্য হয়ে আজ থেকে রিলে অনশনে সামিল হয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা । দাবি না মানা ওবধি চলবে রিলে অনশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here