কোচবিহারঃ কোচবিহার খাগড়াবাড়ি গ্রাম উত্তর খাগড়াবাড়ি এলাকায় মরা তোর্ষা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ এক স্কুল ছাত্র। নিখোঁজ দশম শ্রেণীর স্কুল ছাত্রের নাম রহিত বর্মন।
জানা গিয়েছে, শনিবার দুপুরে রোহিত বর্মন ও তার পিসতুতো ভাই রাহুল রায় সহ মোট ৪জন ছাত্র স্নান করতে মরা তোর্ষা নদীতে নামে। তারপরই নদীর জলে তলিয়ে যায় রহিত। মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র রহিত কোচবিহার-২ ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রায় দু’ঘণ্টা নদীতে নেমে স্থানীয় বাসিন্দা ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালালেও এখন পর্যন্ত স্কুল ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি।