আলিপুরদুয়ার: গভীর জঙ্গলে ঘেরা ডুয়ার্সের অ্যামাজনে এবার থেকে দেখা মিলবে কায়াকি বোটের।অ্যাডভেঞ্চার ট্যুরিজম যাদের প্রিয় তারা এবারে এই বোটে চেপেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন নিবিড়ভাবে।
ডুয়ার্সের অ্যামাজন সিকিয়াঝোরা। উপরের দিকে তাকালে আকাশ দেখা যায় না ঠিক করে। মাটি পর্যন্ত এসে পৌঁছয় না সূর্যকিরণ। আর সেই জঙ্গলের বুক চিরে এগিয়ে গেছে নদী। সেই নদীর উপর দিয়ে ভেসে যাওয়া নৌকায় যদি সওয়ার হয়ে নেওয়া যায় এক অনন্য অভিজ্ঞতা।
সিকিয়াঝোড়া একটি ঝর্ণা সহ ছোট নদী। যে নদী বক্সার জঙ্গলের ভেতরে প্রবাহিত হয়। এই জলধারাকে বাঁধ দিয়ে জল আটকে নৌকা ভ্রমন শুরু হয়েছে।
বক্সার জঙ্গলের ৩ কিমি গভীরে বোটিং সাফারি করানো হয়।
নৌকাবিহার করতে করতেই গাছের ডালে দেখা মিলবে রংবেরঙের হরেক পাখির। পাশের জঙ্গল থেকেও যেকোনো সময় বেরিয়ে আসতে পারে চিতল হরিণ, বুনো মোষ, হাতি।
জেলা প্রশাসনের ডুয়ার্স দর্শন প্রকল্পের অন্তর্গত আরও একটি উপহার পর্যটকদের সামনে আনলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।ডুয়ার্সের অ্যামাজন সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রের বিকাশের জন্য আনা হয়েছে কায়াকি বোট।প্যাডেল বোট দেওয়া হয়েছে।সিকিয়াঝোরাতে জেলা প্রশাসনের তরফে সুলভ শৌচালয়,ক্যাফেটেরিয়া তৈরি হয়েছে।চারটি কায়াকি বোট আনা হয়েছে।তবে এখন একটি কায়াকি বোট নদীতে চলবে।অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে এই কায়াক বোট নতুন দিগন্তের সূচনা করবেন বলে জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।