কোচবিহার:- কোচবিহারে যৌন নির্যাতনের শিকার হয়ে মৃত নাবালিক । এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার AVBP ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোচবিহার এসপি অফিস ঘেরাও কর্মসূচির করা হয় ।
এদিন তারা কোচবিহার মদন মোহন বাড়ি সংলাগ্ন এলাকা থেকে মিছিল করে সাগর দীঘি এস পি অফিসে সামনে এসে ভিতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ প্রশাসন পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করার সাথে ব্যারিগেট করে রাখা হয় । পুলিশ তাদের আটকে দেয়।এরপরও এস পি অফিসের সামনে বিক্ষোভ করে abvp । পুলিশ প্রশাসন কে ২টা অব্দি সময় দেয় স্মারকলিপি জমা দেওয়ার ।সেটা নেওয়া হয়নি। তাই তারা স্মারকলিপির কাগজটি পুলিশের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেয় । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তধস্তিতে পরিণত হয় । একই সঙ্গে পুলিশকে সবুজ চুরি উপহার দেন ।