শিলিগুড়ি ভেনাস মোড়ের একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

0
232

শিলিগুড়ি ভেনাস মোড়ের একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।দোকানদারের চোখের আড়ালেই নকল হারের সঙ্গে বদলে দেওয়া হয় সোনার হার।ঘটনায় এক মহিলাকে ধরে ফেলে দোকানদার ও স্থানীয়রা।তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায়। জানা যায় মঙ্গলবার দুপুরে একজন ব্যক্তি এবং একজন মহিলা (স্বামী স্ত্রী) ওই দোকান থেকে সোনার হার কেনার বাহানায় দোকানে আসে।একটি সোনার হারও দেখেন তারা।তবে তারা দোকানদারদের জানান তাদের কিছু কাজ রয়েছে কিছু সময় পরে তারা ফের ওই দোকানে এসে হারটি কিনে নিয়ে যাবে।সেইমতো এদিন বিকেলে আবার তারা ওই দোকানে যায়।একই হার ফের তারা বের করতে বলে এবং ওই সেই হারটি পড়ে দেখেন।ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ওই সময় আসল হারটিকে নকল হারের সঙ্গে বদলে দেওয়া হয়।এবং কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে হারটি নিয়ে বেরিয়ে যান মহিলার স্বামী।তবে ওই মহিলা দোকান থেকে বের হওয়ার আগে হারটিকে যে বদলে দেওয়া হয়েছে সেই বিষয়টি বুঝতে পারেন দোকানদাররা।তৎক্ষণাৎ ওই মহিলাকে সেখানে আটকে দেওয়া হয়।খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।পুরো ঘটনার তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here