জলপাইগুড়ি:-সাঁকো বা ফুটব্রিজ না থাকায় যাতায়াত সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের দক্ষিন বিবেকানন্দপল্লির ঘটনা।
এলাকাটি জনবহুল। একটি খাল এই দক্ষিন বিবেকান্দপল্লিকে দুভাগে ভাগ করে দিয়েছে। শীতের মরশুমে শুকনো থাকলেও,বাকি বছরের ছয়মাস ওই খাল জলে ভর্তি থাকে। বর্ষার মরশুমে তিস্তানদীর জল ঢুকে প্রায় বুক সমান জল নিয়ে নদীর চেহারা নেয় ওই খাল। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে গিয়ে ভয়ংকর সমস্যার সন্মুখীন হতে হয়। স্কুলে যেতে সমস্যায় পড়ে পড়ুয়ারা। ঝুকি নিয়ে বুক সমান জলের মধ্য দিয়ে খাল পারাপার করতে হয়। অভিযোগ, বহুবার এই নিয়ে পঞ্চায়েতে একটি সেতু বা ফুটব্রিজ তৈরীর আবেদন করা হয়েছে। বছর পাঁচেক আগে সেতু তৈরির উদ্যোগ নিয়ে একটি টেন্ডারও পাশ করা হয়েছিলো। কিন্তু সেই সেতু কোনো অজ্ঞাত কারণে আজও হয়নি। এরপর প্রতিবছর বর্ষার সময় একটি অস্থায়ী বাশের সাকো তৈরি করা হত। চলতি বছরে তাও করা হয়নি। ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন স্থানীয়রা। বুক সমান জলে পারাপার করতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কেউ ঝুকি নিয়ে খালা পারাপার করছেন। আবার কেউ ঘুরপথ ব্যবহার করছেন বাধ্য হয়ে।
দ্রুত সেতু তৈরির দাবি উঠেছে ওই এলাকায়। নাহলে গন আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং বিরোধী রাজনৈতিক দলগুলি।
যদিও সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।