শীতল চক্রবর্তী,হরিরামপুর 23 জুলাই দক্ষিণ দিনাজপুর:-বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া পায় ১০ টি দামি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশ পেতেই হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার তার থানার অফিসারদের দিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করে মোবাইল গুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর থানার বড়বাবু শুভঙ্কর চক্রবর্তী , থানার অফিসার শরৎচন্দ্র দাস, অসীম বাবুসহ আরো অনেক অফিসারেরা। চুরি যাওয়া মোবাইল ফোন পেয়ে হরিরামপুর থানা পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন মোবাইল প্রকৃত মালিকসহ হরিরামপুরবাসী। হরিরামপুর থানা সূত্রে জানা গেছে তাদের এমন অভিযান লাগাতে চলতে থাকবে।
ফোন ফেরত পেয়ে প্রকৃত মালিকেরা হরিরামপুর থানা পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন।