পাচারের আগে পাঁচজন বাংলাদেশী মহিলা সমেত শিলিগুড়ির তিনজন পাচারকারীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ
শিলিগুড়ি:-
গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন বাংলাদেশী মহিলা সমেত তিনজন পাচারকারীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার এই পাঁচ জন মহিলাকে নিয়ে ঢাকা থেকে রওনা হয় শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা ফনি রায়,বকরাভিটার ঝন্টু রায়,ও সাউথ একটিয়াশালের বাসিন্দা সঞ্জয় রায় নামে এই তিন পাচারকারী।শনিবার সারারাত পায়ে হেঁটে তারা ভারতের সীমান্তর কাছে এসে পৌঁছায়।উত্তর দিনাজপুর জেলার দোমোহনা এলাকার ভারত-বাংলাদেশ সীমানা দিয়ে এই পাঁচ জন মহিলাকে নিয়ে তারা ভারতে প্রবেশ করে।সেখান থেকে তাদেরকে পাচারকারীরা নিয়ে আসে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়।সেই সময় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে এবং সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা গেছে এই তিন পাচারকারী বাংলাদেশ থেকে অবৈধভাবে মহিলা এনে তাদের নকল নথী বানিয়ে ভারত সহ অন্যান্য পার্শ্ববর্তী দেশে পাচার করে।পুলিশের অনুমান এই ঘটনার সাথে বড় কোন আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে।সেই জন্য তদন্তের স্বার্থে তিনজনকেই আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।