চুরি যাওয়া প্রায় ১০ টি দামি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ

0
384

হরিরামপুর 23 জুলাই দক্ষিণ দিনাজপুর। বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া পায় ১০ টি দামি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশ পেতেই হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার তার থানার অফিসারদের দিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করে মোবাইল গুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার আইসি অফিসের তালুকদার, বড়বাবু শুভঙ্কর বর্মন, থানার অফিসার শরৎচন্দ্র দাস, অসীম বাবুসহ আরো অনেক অফিসারেরা। চুরি যাওয়া মোবাইল ফোন পেয়ে হরিরামপুর থানা পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন মোবাইল প্রকৃত মালিকসহ হরিরামপুরবাসী। হরিরামপুর থানা সূত্রে জানা গেছে তাদের এমন অভিযান লাগাতে চলতে থাকবে। ফোন ফেরত পেয়ে প্রকৃত মালিকেরা হরিরামপুর থানা পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here