গঙ্গারামপুর :—গত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার গঙ্গারামপুর বিডিও অফিস বিক্ষোভ কর্মসূচী পালন করা হলো বিজেপি। গঙ্গারামপুর স্লোগান, ছাপ্পা ভোট, ভোটে রিগিং, ভোট গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার পড়ে থাকা সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিজেপির তরফে বিডিও অফিস ঘেরাও অভিযান চালানো হয়। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও অফিস ঘেরাও অভিযান করেন গঙ্গারামপুরে বিজেপি নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অবজারভার শংকর চক্রবর্তী, সম্পাদক অশোক বর্ধন, সনাতন কর্মকার কানাই বিশ্বাস, দিলীপ বিশ্বাস বৃন্দাবন ঘোষ সহ শতাধিক বিজেপি কর্মীরা। শপিং প্লাজা থেকে একটি মিছিল করে বি ডিও অফিসের সামনে জড়ো হন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতাকর্মীরা বিডিও অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন। এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিডিও চোর স্লোগান ওঠে। গঙ্গারামপুর বিডিও অফিস সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গঙ্গারামপুর পুলিশের পক্ষ থেকে বিডিও অফিস চারদিকে ঘিরে রাখা ছিল ।এ বিষয়ে বিজেপি নেতা কানায় বিশ্বাস বলেন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের গণতন্ত্রকে বিডিও প্রশাসন মিলে খুন করেছে তারি প্রতিবাদে আজকে আমরা ভিডিওর কাছে বিভিন্ন দাবি দেখেছিলাম এবং ভিডিও আমাদের আশ্বস্ত করেছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু...