গরু পাচারের আগেই মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি গরু গ্রেপ্তার ১
শিলিগুড়ি:-
পিকআপ ভ্যানে করে গরু পাচারের আগেই মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি গরু গ্রেপ্তার ১।ধৃতকে তোলা হল শিলিগুড়ি মহকুমা আদালতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে মাটিগাড়া থানার অন্তর্গত পতিরাম এলাকায় একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি গরু নিয়ে অন্যত্রে পাচার করা হচ্ছিল।সেই খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ।পুলিশকে দেখে গাড়ি ছেড়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরতে সক্ষম হয় মাটিগাড়া থানা পুলিশ। ধৃতর নাম মহম্মদ করিম।তার বাড়ি মাটিগাড়ার তুমবাজোত এলাকায়।বুধবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। উদ্ধার গরুগুলোকে পাঠানো হয় খোয়াড়ে।পাশাপাশি এই ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।