পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ জুলাই——– জট কাটিয়ে দীর্ঘ চার মাস পর দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহণ করলেন দেবব্রত মিত্র। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের অফিসে এসে দ্বায়িত্ব ভার গ্রহণ করেন তিনি। যেখানে নতুন উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্য অধ্যাপকরা। নতুন উপাচার্যকে সংবর্ধনা দেন রেজিস্টার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্যরা। এদিন দ্বায়িত্বভার গ্রহণের পরেই বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা যাবতীয় কাজ অতি দ্রুত শেষ করবার আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রায় চার মাস ধরে উপাচার্যহীন অবস্থায় পড়ে ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়৷ যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছিলেন পড়ুয়া থেকে কর্মীরা।একদিকে যেমন সেমিস্টারের ফলাফল বন্ধ হয়ে যায়, তেমনি বন্ধ হয়ে পড়ে বিশ্ব বিদ্যালয়ের কর্মীদের বেতনও। যার জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ে। অবশেষে এদিন স্থায়ী উপাচার্য হিসাবে দেবব্রত মিত্র দায়ীত্বভার গ্রহণ করতেই মুখে হাসি ফোটে কর্মী ও পড়ুয়াদের মধ্যে। নতুন এই উপাচার্যর হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা মিটবে বলেও আশা প্রকাশ করেছেন পড়ুয়ারা।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র বলেন, সমস্ত রকম জটিলতা কাটিয়ে সংস্কৃতির শহরে নতুনভাবে পথচলা শুরু করবে এই বিশ্ববিদ্যালয়। নতুন গড়ে ওঠা সমস্ত বিশ্ববিদ্যালয়েই ধীরে ধীরে পরিকাঠামো গড়ে ওঠে।