জলপাইগুড়িঃ-
ব্যালট নস্টের দায় চাপানোর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কোর্ডিনেশন কমিটির। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বিক্ষোভ।
এবারের পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীনভাবে প্রচুর ব্যালট বাতিলের ঘটনা ঘটেছে। কোর্ডিনেশন কমিটির অভিযোগ, সেই ব্যালট নস্টের দায় সরাসরি কোর্ডিনেশন কমিটির ওপর চাপানো হয়েছে। কোর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী যারা নির্বাচনের কাজে যুক্ত ছিলেন তাদের ওপর দায় চাপানো হয়েছে। নবান্নে বসে সাংবাদিক সন্মলেনে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের বিরোধিতা করেই এদিন বিক্ষোভ সমাবেশ করে কোর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখা।
সোমবার টিফিন টাইম ১:৩০ থেকে ২টা পর্যন্ত জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে অবিলম্বে দু:খ প্রকাশ করতে হবে এবং ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে।
কোর্ডিনেশন কমিটি এই দাবি করলেও,মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি শাখা। তাদের দাবি,মুখ্যমন্ত্রীর করা অভিযোগই সত্যি।
বস্তুত এই বিষয়ে তদন্ত করার এক্তিয়ার রয়েছে নির্বাচনের কমিশনের হাতে । এখন দেখার নির্বাচন কমিশন সেই তদন্ত করে কি না,বা করলে তার সত্যতা কি উদঘাটন হয়।