দলীয় প্রার্থীদের ভোট প্রচারে এসে চোর মুক্ত ও হিংসামুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান জানালেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

0
316

কোচবিহার: – দলীয় প্রার্থীদের ভোট প্রচারে এসে চোর মুক্ত ও হিংসামুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান জানালেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুথবার সন্ধ্যায় তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় স্থানীয় বিজেপি প্রার্থীদের হয়ে জনসভায় উপস্থিত হন দিলীপ ঘোষ। এদিন তৃণমূলের একের পর এক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন চোর তাড়ানোর নির্বাচন। গত পঞ্চায়েতে আমাদের কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আমাকে কোচবিহারে কোথাও যেতে দেওয়া হয়নি। কোথাও পুলিশ আটকাতো কোথাও বা তৃণমূলের গুন্ডারা আটকাতো। আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিয়েছিল। পড়ে আমারা লোকসভা ভোটে জিতে তৃণমূলের সেই গুন্ডা নেতাদের তুলে আছার দিয়েছিলাম। এবার যদি কেউ যদি ভোট লুট করতে আসে, চোরের সাথে আমরা ঠিক যেমন করি, ঠিক তেমনি তাদের সাথে করতে হবে । সেটা ভোট কেন্দ্রে হোক অথবা গননা কেন্দ্রে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here