দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচারের কথা আমাদের সকলেরই জানা।তবে ডিজিটাল দুনিয়ায় সেই দেওয়ালের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছে।

0
362

শিলিগুড়ি:-দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচারের কথা আমাদের সকলেরই জানা।তবে ডিজিটাল দুনিয়ায় সেই দেওয়ালের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছে।এরই মাঝে দেখা গেল নয়া চমক।হেয়ার স্টাইলের মাধ্যমে শুরু হল ভোটের প্রচার।এমনই ছবি দেখা গিয়েছে শিলিগুড়ির ফুলবাড়ি ১নম্বর অঞ্চলের ভোট প্রচারে।মাথায় তৃণমূলের প্রতীক চিহ্ন তথা দলের নাম নিয়ে ভোট প্রচারে বেরিয়েছে কামরাঙ্গাগুড়ির বাসিন্দা মোঃ জামালউদ্দিন।ফুলবাড়ি ১ অঞ্চলের ১৯/১০০ নং পার্ট তৃণমূল মনোনীত প্রার্থী ইয়ানুল হকের সমর্থনে এদিন ভোট প্রচারে বেরিয়ে সকলের নজর কাড়লেন মোঃ জামালউদ্দিন।কে জিতবে বা কে হারবে সেটা পরে জানা যাবে।কিন্তু আসন্ন নির্বাচন যে মানুষের মনে এখন বহু চর্চিত বিষয় তা এই ঘটনায় ফুটে উঠেছে।প্রসঙ্গত,এর আগেও বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় পতাকা,ভারতীয় তারকা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকাদের ছবি মাথার চুলের কাটিং এ সূক্ষ্ম শিল্প ফুটে উঠেছিল সকলের মাথায় এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জামালউদ্দিনের এমন হেয়ার স্টাইল কিন্তু সত্যি প্রচারের অঙ্গ হিসেবে নজর কেড়েছে সকলের।কেন এমন চুলের ছাঁট?জামালউদ্দিনের উত্তর,‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি তাঁর উন্নয়নমূলক কাজের জন্য।দিদিমণি যে ভাবে উন্নয়ন করেছেন,তাতে আমজনতা উপকৃত হয়েছে।তাই তাঁকে আমি মাথায় করে রাখতে চাই।এগিয়ে নিয়ে যেতে চাই তাঁর উন্নয়নকে।তাই তাঁরই সৃষ্টি দলীয় প্রতীক জোড়া ঘাসফুল হেয়ার স্টাইলে ফুটিয়ে তুলেছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here