তিনবার ফিতে কেটেও তৈরি হয়নি ব্রীজ! প্রতিবাদে শাসক দলকে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রামবাসীদের। হইচই কুশমন্ডিতে

0
604
পিন্টু কুন্ডু,কুশমন্ডি,৫ জুলাই ,দক্ষিণ দিনাজপুর——- তিনবার ফিতে কেটেও তৈরি হয়নি ব্রীজ। প্রতিবাদে শাসক দল তৃণমূলকে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত  গ্রামবাসীদের । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসইল এলাকার। যাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলকে ভোট না দেবার কথা জানাতেই বেহাল ব্রীজের কাঠও চুরি করে নিয়ে চলেছেন তারা। আর যা নিয়েই রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে সীমান্তবর্তী রাজবংশী এলাকায়।
 দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব বাস‌ইল গ্রামটি। এলাকায় পুর্ব বাসইল, মহেশপুর সহ প্রায় তিনটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জন্য রয়েছে ৫০ মিটারের একটি ভগ্নদশাপ্রাপ্ত সেতু। যার উপর বাশ ও কাঠ ফেলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করেন আট থেকে আশি প্রায় সকলেই। বাশ ভেঙে আবার কখনও কাঠ ভেঙে বহুবার দুর্ঘটনার কবলে পড়েছেন বাসিন্দারা। যা নিয়ে পঞ্চায়েত থেকে জেলাপরিষদ, বিধায়ক থেকে সাংসদ সকলকেই  জানিয়েছেন বাসিন্দারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর যা নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়। বাসিন্দাদের আরো অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করে এর আগে তৃণমূল সাংসদ থেকে বিধায়ক এবং জেলাপরিষদ সদস্য বারবার পাকা ব্রীজ তৈরির আশ্বাস দিয়ে ফিতে কেটেছেন, কিন্তু কিছুই হয়নি। যার কারণেই এবারে শাসকদল তৃণমূল কে ভোট দেওয়া থেকে বিরত থাকছেন তিনটি গ্রামের কয়েক হাজার রাজবংশী মানুষেরা। যে খবর পেতেই ভগ্নদশাপ্রাপ্ত ব্রীজের বেশকিছু কাঠও ইতিমধ্যে চুরি করে নিয়ে গিয়েছে তৃণমূলী দুস্কৃতিরা বলে অভিযোগ বাসিন্দাদের।
এদিকে গ্রামবাসীদের এমন সমস্যার কথা শুনে ভোটের মাইলেজ নিতে এলাকায় ছুটে গিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, নির্বাচনি বিধিনিষেধের জেরে এই মুহুর্তে সমস্যা সমাধান সম্ভব নয়। ভোটের পরে সাংসদ কোটার ১০ লক্ষ টাকা দিয়ে এই কাজটি করে রাজবংশী মানুষের সমস্যা মেটাবেন। সাংসদের এই বক্তব্য নিয়েই পালটা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here