শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৫ জুলাই,দক্ষিণ দিনাজপুর:-বিজেপি আগে থেকে হারার ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। তাই ফিকার সাইকোসিস ছড়াতে চাইছে । নিজেরা ভয় পাচ্ছে। আমাদের সম্পর্কে ভয় তৈরি করছে। এটা একটা ব্যাধি। পঞ্চায়েতে হরার পর এটা নিরাময় হবে। দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভা করতে এসে এভাবে বিজেপিকে আক্রমন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বুধবার বিকেলে তপন ব্লকের গোফানগর বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভার আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,তৃণমূল নেতা শংকর মন্ডল,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত রঞ্জন ধর প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন,দন্ডি কান্ডকে আমরা সমর্থন করি না। প্রত্যাখান করি। প্রতিবাদ জানাই। কিন্তু মাথায় রাখতে হবে ওটার একটা রাজনৈতিক ঘটনা পেছনে ছিল। অর্থাৎ দলবদল করে চলে অন্য দলে গিয়ে ছিল। আবার পুরোনো দলে ফিরে এসেছে। তার জন্য নক্ক্যার জনক ঘটনাটি ঘটানো হয়েছে। কিন্তু মধ্য প্রদেশে বিজেপির এমপি শুক্লার যে ঘটনাটি ঘটাল সেটা একটা জাতি ঘৃণা। আদিবাসীদের প্রতি ঘৃণা। এর পেছনে একটা সাম্প্রদায়িক পরিস্কার দৃষ্টি ভঙ্গি। অর্থাৎ যে কথা গুলি আমরা বলি আদিবাসীদের বিজেপি ঘৃণা করে সংখ্যালঘুদের মানতে চায় না। বিভাজনের ঘৃণার রাজনীতি। এটা যে শুকনো বুলি নয়,মধ্য প্রদেশের শুক্লার ঘটনা প্রমান করে দিল।