শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৫ জুলাই,দক্ষিণ দিনাজপুর:-বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে গঙ্গারামপুর শহরের কালদিঘি হাসপাতাল পাড়া এলাকা। জমা জল সরিয়ে দেওয়া সহ নর্দমা তৈরির দাবিতে ওয়ার্ডবাসী। পরিস্থিতি খতিয়ে দেখতে টোটোতে চেপে ওয়ার্ড ঘুরে দেখলেন শহরবাসী।
গঙ্গারামপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তরগর্ত কালদিঘি হাসপাতাল পাড়া,হঠাৎপাড়া,মালোপাড়া। প্রায় শতাধিক পরিবারের বসবাস। এক সময় কালদিঘি হাসপাতাল এলাকার বৃষ্টির জল নিচু জমি ও পুকুর গুলিতে গিয়ে জমত। ধীরে ধীরে জনবসতি গড়ে উঠেছে। নিচু জমি ভরাট হয়েছে। পুকুর গুলি কচুরিপানার দামে মজে যাওয়ায় বৃষ্টির জল গড়া বন্ধ হয়েছে। বাম আমলের ছোট ছোট তৈরি ড্রেন গুলি সংস্কারের অভাবে জল গড়াতে চায় না। ফলে বৃষ্টি শুরু হতে শহরের কালদিঘি হাসপাতাল পাড়া,হঠাৎপাড়া,মালোপাড়া জুড়ে হাটু সমান জল জমেছে। অনেকের বাড়িতে উঠোনে জল ও ঘরের মধ্যে জল জমেছে। প্রায় ১০ দিন যাবত বৃষ্টির জল জমে থাকায় কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন এলাকার মানুষজন। হঠাৎপাড়া ও মালোপাড়ার তিনটি পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় নজরুল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। এনিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমা জল সরিয়ে নেওয়া সহ হাইড্রেন তৈরির দাবিতে সরব হয়েছে।
ওয়ার্ডের বাসিন্দা জানিয়েছেন, বহু সমস্যায় পড়েছি আমরা। বিষয়টি চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যানকে জানানো হয়েছিল। তারা এসে বিষয়টি দেখে গিয়ে সমস্যা সমাচার আশ্বাস দিয়েছেন।
খবর পেয়ে এদিন পুরপ্রধান প্রশান্ত মিত্র , ভাই চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস কাউন্সিলার বিশ্বজিৎ মুর্মু , গর্ভবতী শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ার ঘটনা স্থলে ছুটে যান। টোটোতে চেপে ওয়ার্ড ঘুরে দেখেন প্রশান্ত মিত্র সহ আরো অনেকেই।