খুন সহ ৩২ টি কেসের আসামীকেও টিকিট তৃণমূলের! কুশমন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে জেলা তৃণমূল সভাপতি কে আক্রমণ সুকান্তর

0
440

বালুরঘাট, ৪ জুলাই —– খুনের আসামিকে টিকিট দিয়েছে তৃণমূল! দক্ষিণ দিনাজপুরে নাম না করে জেলা তৃণমূল সভাপতি কে আক্রমণ সুকান্তর। মঙ্গলবার কুশমন্ডিতে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে গিয়ে  কড়া ভাষায় জেলা তৃণমূল সভাপতি কে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। তার অভিযোগ, ৩২ টি কেসের কুখ্যাত আসামী বর্তমান জেলা তৃণমূল সভাপতি। যার বিরুদ্ধে একাধিক খুনের মামলাও রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে কিভাবে তিনি ভোটে দাঁড়ালেন ?  এদিন কুশমন্ডিতে প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে এমনই প্রশ্ন  তুলে সরব হয়েছেন সুকান্ত বাবু। একইসাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনুর সাথে যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের  ঘনিষ্ঠতার প্রশ্ন তুলে ফের একবার বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ দুর্নীতিগ্রস্থ ও খুনের আসামীরাই বেছে বেছে পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পেয়েছে।  যারা ভোটে জিততে ছাপ্পা করবার ফন্দি আটছে। যার বিরুদ্ধেই এদিন কর্মীদের প্রস্তুত থাকবার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন প্রচার সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, জেলাপরিষদ তারাই দখল করবেন। কেননা তৃণমূল বেছে বেছে ৩২ টি কেসের আসামী, খুনের আসামীদের টিকিট দিয়েছে। চাকরি বিক্রি কান্ডে যারা ইডি ও সিবি আয়ের রোজ ডাক পাচ্ছে তাদের ঘনিষ্ঠ যুব নেতাও টিকিট পেয়েছে। এসবের জবাব মানুষ ভোট বাক্সেই দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here