পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুলাই: —– সুকান্তর প্রচার সভা থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা দুষ্কৃতিদের। ভেঙে দেওয়া হল গাড়ির কাচ। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরের পাটন মোড় এলাকায়। যদিও ঘটনা নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসবার হুশিয়ারি সুকান্তর। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের।
জানা যায় এদিন বিকেলে গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন যে সভায় অংশ নিয়েছিলেন এলাকার জেলাপরিষদ প্রার্থী প্রদীপ সরকার। যেখান থেকে ফিরবার পথেই পাটন এলাকায় তৃণমূলের দুস্কৃতিদের কবলে পড়েন তিনি। বেপরোয়া ভাঙচুর চালানো হয় তার গাড়িতে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে গঙ্গারামপুর থানার পুলিশের দ্বারস্থ হন ওই বিজেপি প্রার্থী। এদিকে এই ঘটনা নিয়ে সরাসরি জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধেই আঙ্গুল তোলেন বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ খুন সহ ৩২ টি মামলায় অভিযুক্তকে ওই এলাকায় প্রার্থী করেছে তৃণমূল। যিনি নিশ্চিত হারের আশঙ্কায় এমন তান্ডব চালিয়েছেন।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহন না করলে বুধবার থেকে প্রশাসনের বিরুদ্ধে ধরনায় বসবেন বলে হুশিয়ারিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । যদিও সভায় ব্যস্ত থাকবার কারনে সেভাবে কিছু বলতে পারেননি জেলা তৃণমূল সভাপতি তথা ওই এলাকার তৃণমূল প্রার্থী মৃণাল সরকার।
সুকান্ত মজুমদার বলেন, দলের প্রচার সেরে বাড়ি ফিরবার পথে তাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে ধরনায় বসবেন তিনি। খুন সহ ৩২ টি কেসের আসামি যিনি ওই এলাকায় প্রার্থী হয়েছেন সে হারের আশঙ্কায় এ সমস্ত করছে।