শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২ জুলাই দক্ষিণ দিনাজপুর: মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি গিয়ে রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসন্তী বর্মন।
তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের গৃহবধূ বাসিন্দা বাসন্তী বর্মন। তাঁর স্বামী অজয় বর্মন ওরফে সনু। সনুবাবু এলাকার মানুষের কাছে ভীষণ পরিচিত মুখ হলেও তাঁর স্ত্রী বাসন্তী দেবী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আরএসপি,বিজেপি ও কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গৃহবধূ বাসিন্দা বর্মন প্রার্থী করেছিল তৃণমূল। সেবার ব্যাপক ভোটে জয়লাভ করে। বাসন্তী দেবীর ওপর আস্তা রেখে দল তাকে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করে। দক্ষতার সঙ্গে গত পাঁচ বছর গ্রাম পঞ্চায়েত পরিচালনা করেছেন।গৃহবধূর গন্ডি কাটিয়ে প্রধান হয়ে এলাকার কাচা রাস্তা পাকা করা। পানীয় জলের ব্যবস্থা করা। শ্মশান চুল্লি তৈরি করা। রাস্তার মোড়ে মোড়ে পথবাতি বসানো সহ একাধিক উন্নয়ন মূলক কাজ করে সুনাম অর্জন করেছেন। এবার পঞ্চায়েত নির্বাচনে বাসন্তী দেবীর ওপর আস্তা রেখেছে তৃণমূল। তবে বাসন্তী দেবীকে এবার পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসনের প্রার্থী করা হয়েছে। মনোনয়ন পত্র জমা দেবার পর থেকে বাসন্তী দেবী দেয়াল লিখন ও মিটিং, মিছিল শুরু করে দিয়েছেন। এদিন ছিল রবিবার। তাই রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুলতে সকাল থেকে প্রচার শুরু করেন।
এদিন প্রচারের আগে পঞ্চায়েত সমিতির প্রার্থী বাসন্তী বর্মন,ও গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থী সোনামনি এক্কা ও শিল্পী দাস মহন্তকে নিয়ে আনন্দ আশ্রম ক্লাবের কালি মন্দিরে পুজো দেন। এরপর কাজিভাগের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। তাদের সঙ্গে প্রচারে পা মিলিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অজয় বর্মন ওরফে সনু,তৃণমূল নেতা রিন্টু সিং সহ আরো অনেকেই।