পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় গুপ্তা প্রচার সারলেন

0
277
শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,২ জুলাই দক্ষিণ দিনাজপুর : ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় গুপ্তা। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ৬৮ টি প্রকল্প ও উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
          গঙ্গারামপুর ব্লকের বুড়িদিঘি এলাকার বাসিন্দা বিজয় গুপ্তা। বিজয় বাবু এলাকার মানুষের কাছে সমাজ সেবী হিসেবে পরিচিত। এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজয় বাবুকে গঙ্গারামপুর সমিতির ১৭ নম্বর আসনের প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হবার পর থেকে বিজয় বাবু মাটি কামড়ে প্রচারে ঝাপিয়েছেন। তাঁর এলাকার ৯ টি সংসদে চষে প্রচার করছেন। কখনো বাড়ি বাড়ি গিয়ে। আবার কখনো রোড় শো মিছিল,মিটিং এর মধ্যদিয়ে তিনি প্রচার সারছেন।
       আগামী শনিবার নির্বাচন। তার আগে এদিন শেষ রবিবার। তাই সকাল থেকে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বিজয় বাবু। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় বাবু সকাল ফুলবাড়ি,নাকইর,সহ আশপাশ গ্রামের বাড়ি বাড়ি প্রচার সারেন। তুলে ধরেন উন্নয়ন মূলক কাজের খতিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here