নির্বাচন ঘোষণা না হতেই দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েতের প্রার্থী ঘোষণা তৃণমূলের! তোলাবাজির চক্র কাজ করছে অভিযোগ বিজেপি বিধায়কের।

0
1321
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ মে ——- নির্বাচন ঘোষণা না হতেই পঞ্চায়েতের প্রার্থী ঘোষণা শুরু করল তৃণমূল। যা সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও এর পিছনে তোলাবাজির বড় চক্র কাজ করছে বলে অভিযোগ তুলেছেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। তার অভিযোগ, প্রার্থী করার নাম করে বহু নেতা বহুজনের কাছ থেকে টাকা তুলেছে। তাই প্রার্থী ঘোষণা করার রীতিমতো প্রতিযোগিতা থেকেই এসব ঘটনা ঘটেছে। আর যে কারণেই নির্বাচন ঘোষণা না হতেই প্রার্থী ঘোষণা শুরু হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নিয়ে বেশ কয়েকমাস আগে থেকেই শুরু হয়েছে জল্পনা। আর যাকে ঘিরে মিটিং, মিছিল থেকে শুরু করে গোপনে প্রার্থী বাছায়ের প্রক্রিয়া সমস্তটাই শুরু হয়েছে শাসক থেকে বিরোধী শিবিরে। তবে সেসবকেও এবারে ছাপিয়ে গিয়েছে তৃণমূলের অতি উৎসাহতা।  নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনও সেভাবে কোন তৎপরতা লক্ষ্য করা না গেলেও, তৃণমূল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতে এমন একটি প্রার্থী তালিকা সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। এদিকে নির্বাচন ঘোষণার আগে কিভাবে প্রার্থী তালিকা প্রকাশ হল তা নিয়েই অবাক হয়েছেন খোদ দলের কর্মীদেরই একাংশ। যা নিয়ে ইতিমধ্যে কর্মীদের প্রশ্নের মুখেও পড়েছেন নেতৃত্বদের একাংশও। যদিও এই ঘটনা তোলাবাজির ভিন্ন কৌশল বলে দাবি করেছেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই  টুডু। তার দাবি আগে নির্বাচন ঘোষণা হয়, তারপরে প্রার্থী ঘোষণা হয় এতদিন জেনে এসেছেন। কিন্তু তৃণমূল এবারে নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তার অভিযোগ, প্রার্থী নিয়ে তৃণমূলের একাধিক নেতা একাধিক লিস্ট করেছে। টাকার বিনিময়েই চলছে যেসব লিস্ট। কে কার আগে ঘোষণা করতে পারে প্রার্থীদের নাম, সেই প্রতিযোগিতা থেকেই এই ঘটনা সামনে এসেছে।
বিজেপির বিধায়ক বুধরাই টুডু বলেন, টাকার খেলা চলছে এসব নিয়ে। আর সে কারনেই কোন নেতার আগে কে লিস্ট প্রকাশ করতে পারে তারই প্রতিযোগিতা চলছে।
জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার বলেন, মানুষ যাকে চাইছে তাকেই প্রার্থী করা হয়েছে। বিজেপি শুধু অভিযোগই করবে। নিজেরা প্রার্থী দিতে পারছে না তাই এসব বলছে। তৃণমূলের কথা না ভেবে নিজেদের কথা ভাবুক ওরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here