আলিপুরদুয়ার। কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনকে কাবু করল বনদফতর। পরবর্তীতে মৃত্যু হল বাইসনের সোমবার সকাল দশটা নাগাদ বাইসনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়াতে পাঠালো বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জ।
গতকাল রাতে আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সাঁতালি বস্তি এলাকায় বাইসন দাপিয়ে বেড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনদফতরের হ্যামিল্টণগঞ্জ ও পনা রেঞ্জের বনকর্মীরা ও অধিকারিকরা । বনদফতরে থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হবে।সেই অনুযায়ী ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় এবং বাইসনটিকে সফল ভাবে কাবু করে বনদফতর কিন্ত বাইসনটি এতটা দৌড়াদৌড়ি করেছে যে তার ফলে তার মৃত্যু হয় বলে বনদফতরে প্রাথমিক অনুমান। বনকর্মীরা বাইসনের মৃতদেহ হ্যামিল্টণগঞ্জ রেঞ্জে নিয়ে আসে। এবং সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া পাঠিয়েছে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনকে কাবু করল বনদফতর