মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভা পিছিয়ে দিল বিজেপি নেতৃত্ব।

0
294

মালদা ২৬ মে: আদালতে ধাক্কা। মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভা পিছিয়ে দিল বিজেপি নেতৃত্ব। ২৭ তারিখের পরিবর্তে ১২ ই জুন হবিবপুরে সভা করবেন শুভেন্দু অধিকারী। জানালেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তবে আগামীকাল মালদার মানিকচকে সভা করবেন শুভেন্দু। প্রথমে অনুমতি দিয়ে পরে হবিপুর থানার পুলিশ তা বাতিল করায় তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপি নেতৃত্ব।
মালদহে ২৭শে মে দুইটি সভা ছিল। একটি মালদহের মানিকচকের মথুরাপুর। অন্যটি ছিল হব্বিপুর থানার কেন্দপুকুর এলাকায়। সেই মত প্রশাসনের কাছে সভার আবেদন করেন মালদহ জেলা বিজেপি।১৮ই মে থানায় সভার অনুমতি চেয়ে আবেদন করেন বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ ১৯ তারিখ সভার অনুমতি দেয় পুলিশ।এমনকি ২৪মে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয় মহাকুমা শাসকের তরফে। কিন্তু এরপর রাতে সভার অনুমতি বাতিল করে দেয় হবিবপুর থানার পুলিশ। একই দিনে মানিকচকে সভা ছিল শুভেন্দু অধিকারীর সেই কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা সম্ভব নয়, জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি এবং ১৫ দিন আগে আবেদন করা হয়নি বলে অনুমোদন বাতিল করা হয়েছে বলে হবিবপুর থানা উল্লেখ করে চিঠিতে। এরপর ২৫মে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এরপর ওইদিন হাইকোর্ট হব্বিপুরের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর সভা বাতিল করে দেয়। কিন্তুু মানিকচকের সভা ২৭মে হবে। সেই মত প্রস্তুতি শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here