পাচারের আগেই ফিল্মি কায়দায় দুই কুইন্টাল ২৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।পুলিশের চোখে ধুলো দিতে দিতে ১২ চাকার একটি খালি ট্রাকে গোপন চেম্বার তৈরি করে সেই চেম্বারে বিপুল পরিমাণে গাজা পাচার করা হচ্ছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।অবশেষে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভিতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাজার প্যাকেট।পুলিশ সূত্রে জানা গেছে চেম্বার থেকে দুই কুইন্টাল ২৩কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল গাঁজাগুলি।এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হলো নীতিশ কুমার এবং মোঃ সালাম এরা দুজনেই বিহারের বেগুরসাই এর বাসিন্দা বলে জানা গেছে।শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়