আলিপুরদুয়ার:বিজেপির বাংলা ভাগের চক্রান্ত এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা জূড়ে “সমন্বয় মেলবন্ধন”নামে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করলো জেলা তৃণমূল ছাত্রপরিষদ।শহরের পার্করোডে জেলা তৃণমূল ছাত্রপরিষদ কার্যালয় অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি সমীর ঘোষ।এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর সহ একঝাঁক তৃণমূল ছাত্রপরিষদের কর্মীরা।তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার থেকেই পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। জেলার ৬৪ টি অঞ্চল এবং ২ টি শহরে ২২ দিন ব্যাপি চলবে এই কর্মসূচি।পাশাপাশি বিভিন্ন ছাত্র-ছাত্রীদের বাড়িতে রাত্রিবাস করবে জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি।বিভিন্ন গ্রামপঞ্চায়েত ছাড়াও বিভিন্ন কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা শুনবে জেলা তৃণমূল ছাত্রপরিষদ।এদিন শহরের এক কালীমন্দিরে পূজো দিয়ে এই কর্মসূচির শুভ যাত্রা শুরু করে জেলা তৃণমূল ছাত্রপরিষদ।তৃণমূল ছাত্রপরিষদের এই যাত্রায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ একঝাঁক তৃণমূল ছাত্রপরিষদের ছাত্র-ছাত্রীরা।এদিন আলিপুরদুয়ারের বিবেকানন্দ ১ নং গ্রামপঞ্চায়েতের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে তৃণমূল ছাত্রপরিষদ। অন্যদিকে তৃণমূল ছাত্রপরিষদের এই কর্মসূচিকে নিছকই নাটক বলে কটাক্ষ করেন জেলা বিজেপি।জেলা বিজেপির বিধায়ক মনোজ ওরাও বলেন ” চাকরির জন্য বেকার রা রাস্তায় দাঁড়িয়ে আছে।তাদের পাশে দাড়াক।চাকরির জন্য দোরে দোরে ঘুরছে।পুলিশের মার খাচ্ছে। তাদের পাশে দাড়াক।ভুয়ো শিক্ষক দের খুজে বার করুক।এই সমস্ত স্ট্যান্টবাজি করলে তো হবেনা।তারা মান পাবেনা। পেছনে চোর বলবে।আমি এ থেকে বেরিয়ে এসে বেকার শিক্ষক দের পাশে দাড়াক
।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তৃণমূল ছাত্রপরিষদের এই কর্মসূচি যথেষ্টই অস্বস্তিতে ফেলবে জেলার গেরুয়া শিবিরকে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জেলা জূড়ে “সমন্বয় মেলবন্ধন”নামে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করলো জেলা তৃণমূল...